রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
রঙিন পৃথিবী রঙিন আলো, সকল নারী থাকুক ভালো’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাবেদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা.শাহিনুর বেগম প্রমুখ।
পরে উপজেলা পর্যায়ে পাঁচ ক্ষেত্রে পাঁচজন জয়িতাকে ক্রেস্ট, পুরস্কার এবং সনদপত্র তুলে দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্ত জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য লাভ করায় নাসরিন আক্তার লিপি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য লাভ করায় নুসরাত জাহান প্রাপ্তি,সফল জননী এলাচী বেগম মঞ্জুরী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করা নারী মাসুদা এবং সমাজ উন্নয়নের জন্য মাকসুদা লিপি।