ধনবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক মুহাম্মদ আখতার স্মরণে মিলাদ মাহফিল

আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): উত্তর টাঙ্গাইলের একমাত্র শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক মুহাম্মদ আখতার স্মরণে ১৪ ডিসেম্বর বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তার ছোট ভাই ধনবাড়ী কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আশরাফ এর বাসভবনে মিলাদ, দোয়া ও  কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এ উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ, যদুনাথপুর ইউপি চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন কালু, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিব উদ্দিন, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন ও গরিব-দুখীরা অংশগ্রহণ করেন।

উত্তর টাঙ্গাইলের একমাত্র শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক মুহাম্মদ আখতার ছাত্রাবস্থায় ছড়াকার হিসেবে আত্মপ্রকাশ করার পাশাপাশি সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে পড়েন। প্রথমে ঢাকায় এসে তিনি ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় সংশোধনী বিভাগে চাকুরি নেন। পরবর্তীতে মুহাম্মদ আখতার ইস্টার্ন প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ এ ম্যানেজার হিসেবে যোগ দেন। এখান থেকেই তার ব্যবস্থাপনায় প্রকাশ করেন সাপ্তাহিক “ললনা”। বাংলা টাইপ রাইটারের সংস্কার ও উন্নতি সাধনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় তিনি প্রত্যক্ষভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন।

১৯৭১ সালের ১০ ডিসেম্বর স্বাধীনতার ঊষালগ্নে পাক হানাদার বাহিনীর এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলসামস্ ও শান্তি কমিটির লোকেরা তাকে তার ৪২/৪৩ পুরানা পল্টনের বাসা থেকে রাত ৯ টায় ধরে নিয়ে যায়। স্বাধীনতার পরপরই ১৮ ডিসেম্বর রায়ের বাজার বদ্ধভূমিতে অন্যান্য বুদ্ধিজীবীদের লাশের সাথে তার গুলিবিদ্ধ গলিত লাশ হাত-পা বাধা অবস্থায় পাওয়া যায়। ১৯ ডিসেম্বর রায়ের বাজার বদ্ধভূমিতেই তাকে সমাহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.