অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নাচোল মহিলা ডিগ্রী কলেজের উপজাতি ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে “শহীদ আব্দুল কাউয়ুম” স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু। এ সময় আরও বক্তব্য রাখেন মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহমান, প্রভাষক নুর কামাল, আব্দুর রশিদ ও প্রবাসী শাহ আলম। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রভাষক হাসিবুল ইসলাম নাদিম।

১৯৭১ সালের ১৫ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুল কাউয়ুমকে পাক হানাদার বাহিনীরা নির্মমভাবে হত্যা করে। তাঁর মেয়ে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুবা কানিজ কেয়া নাচোল মহিলা ডিগ্রী কলেজের দুইজন উপজাতি ও দুইজন হতদরিদ্র শিক্ষার্থীর মাঝে এই উপবৃত্তি প্রদান করেন।