আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক তোয়াব খান বলেছেন, ‘সাংবাদিকদের কাজ বিচার করা নয়, সাংবাদিকদের মূল কাজ সত্য উদঘাটন, সত্যের বিকাশ ও সত্যকে পাঠকের সামনে তুলে ধরা।’
বুধবার রাত সাড়ে ৮টায় সাতক্ষীরা প্রেসক্লাবের দেওয়া সংবর্ধনার জবাবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এমন কোন সংবাদ প্রকাশ করা যাবে না, যা দেশকে অস্তিÍত্ব সংকটে ফেলে দেয়, দেশের মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়।
সাংবাদিকতা যুগে যুগে পরিবর্তন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সময়ে সংবাদপত্রের সাথে সাথে ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রসার ঘটছে। তাই দ্রুততার সাথে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাতক্ষীরার কৃতি সন্তান, দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানের সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিছুর রহিম, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল বারী, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, তোয়াব খানের ছোট ভাই মুক্তিযোদ্ধা ওবায়দুল হক খান বাচ্চু প্রমুখ।