হাকিম বাবুল, শেরপুর: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার দুপুরে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিব শংকর কারুয়া, বাংলা বিভাগের অধ্যাপক আক্রাম হোসাইন, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম জাকারিয়া প্রমুখ।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের জীবন ও কর্ম এবং দেশের প্রতি আত্মত্যাগের কথা তুলে ধরে বক্তব্য রাখেন এবং সকলকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে জীবন গঠনের আহ্বান জানান। শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন গণিত বিভাগের অধ্যাপক মজিবুর রহমান।