ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশের মানুষ বিজয়ের ৪৫ বছর উদযাপন করেছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে ভরে ওঠে সারাদেশের স্মৃতিসৌধের বেদিগুলো। বাগেরহাট, দিনাজপুর ও কাউখালীর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
বাগেরহাটে মহান বিজয় দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ছয়টায় শহরের দশানীস্থ স্বাধীনতার শহীদ বেদীতে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে পুলিশ সুপার, জেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, পি.সি. কলেজ, সিভিল সার্জন, সোনলী ব্যাংক, আগ্রনী ব্যাংক, এলজিইডি, বিএমএ, সনাক, চেম্বার-সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, এ্যাড: মীর শওকাত আলী বাদশা এমপি, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কমরুজ্জামান টুকু, বিএনপির সভাপতি এম.এ সালাম-সহ উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিজয় দিবসের কুচকাওয়াজ, শরীর র্চ্চা প্রদর্শন, মনোমুগ্ধকর ডিসপ্লে¬, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক নানা প্রতিযোগিতা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
দিনাজপুরে বিজয় দিবস পালিত
রতন সিং, দিনাজপুর: নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে শুক্রবার বিজয় দিবস উদ্যাপিত হয়। প্রথম রাত ১২টা ১ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার মোঃ হামিদুল আলম।
শুক্রবার সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, সিপিবি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি শুক্রবার সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলা শহীদ মিনারে ও সকাল ১০টায় খানসামা উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় স্থানীয় বড়ময়দানে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরতের আয়োজন করা হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার মোঃ হামিদুল আলম।
সকাল ১১টায় জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মহফিল, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। সরকারি ও বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়।
নানা কর্মসূচিতে কাউখালীতে বিএনপির বিজয় দিবস উদযাপন
রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ৭টায় শহরের উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ৬টা ২৫ মিনিটে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ৯টায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলীয় কার্যালয়ের সামনে উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি এস.এম আহসান কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোগারেফ হোসেন শুক্কুর, যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিঞা, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিকসন, শেখ মিরাজ আহম্মেদ, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন চৌধুরী পপি, যুবদলের সভাপতি সায়েম উদ্দিন তালুকদার, কৃষক দলের সভাপতি সাইদুল ইসলাম পিন্টু মিয়া, ছাত্রদল নেতা লিয়াকত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান লিটন প্রমুখ
কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।