হাকিম বাবুল, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে বসবাসকারী ২০ জন মুক্তিযোদ্ধাকে আজীবন হোল্ডিং কর মওকুফের ঘোষণা দিয়েছে নালিতাবাড়ী পৌর কর্তৃপক্ষ। ১৬ ডিসেম্বর শুক্রবার রাতে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে বিজয় দিবসের আলোচনা সভায় পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক এ ঘোষণা দেন।
শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি তিনি, সভা শেষে উপস্থিত মুক্তিযোদ্ধাদের হাতে কর মওকুফ সনদ ও মুক্তিযোদ্ধা সম্মাননা সনদ তুলে দেন। এ সময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার শাহাব উদ্দিন ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার শাহাব উদ্দিন মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে পৌর কর্তৃপক্ষের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার সিদ্ধান্তে তিনি পৌর মেয়রসহ পৌর পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং দেশের অন্যান্য এলাকার স্থানীয় সরকারগুলোও এ ধরনের ইতিবাচক পদক্ষেপ নিলে শেষ বয়সে মুক্তিযোদ্ধারা নিজেদেরকে নিয়ে গর্ব বোধ করবেন।