জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: কৃষক আন্দোলনের প্রবাদ পুরুষ শেখ মাহমুদুল হক মণিপীরের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে শনিবার। এ উপলক্ষে জেলার কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকালে মনিপীরের মাজারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় সংগঠনের যুগ্ম-সম্পাদক কামরুল হক লিকু ও সদস্য সাখাওয়াত হোসেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঝিনাইদহ জেলার পক্ষ থেকে আহ্বায়ক তোজাম্মেল হোসেন, কৃষক সংগ্রাম সমিতি ঝিনাইদহ জেলার সভাপতি ডাঃ ওলিয়ার রহমান, সদর থানার সম্পাদক ডাঃ সুকুমার বিশ্বাস, জাতীয় ছাত্রদল ঝিনাইদহ জেলার আহ্বায়ক মানবেন্দ্র দাস মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া প্রয়াতের স্ত্রী মিসেস সেলিনা হকসহ স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও শপথ পাঠ করানো হয়। এরপর এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় স্কুলে মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত স্মরণসভার আয়োজন করা হয়।
বিকেলে কালীগঞ্জ বাস টার্মিনালে কৃষক সংগ্রাম সমিতির পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষক নেতা হাফিজুর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শ্যামল ভৌমিক, তোজাম্মেল হোসেন, শ্রমিক নেতা প্রকাশ দত্ত, শামিমুল হক, ওলিয়ার রহমান ও আব্দুস সালাম শাহ।