বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরে পাঁচ জনপ্রতিনিধির নেতৃত্বে বিএনপির চার শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার রাতে লখপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ফকিরহাট আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

লখপুর আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম আবুল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিরিনা আক্তার কিসলু, সেলিম রেজা, শেখ খলিলুর রহমান, ফকির কওসার আলী, শেখর রঞ্জন দেবনাথ, তাসলিমা বেগম লতা, তপন দেবনাথ ভজন, সরদার আমিনুর রশিদ মুক্তি, মেহেদী হাসান সবুজ, শেখ আলী আহমদ, আব্দুর রউফ শেখ, শেখ আলমগীর হোসন, জামাল উদ্দিন ফারাজী, সমর্পন দাস, আবু তালেব, রাফেজা বেগম, জয়ন্ত দাশ, অনিমেষ দাম প্রমুখ।
যোগদানকারীরা হলেন লখপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম মোড়ল, লখপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা বজলুর রহমান মোড়ল, ২নং ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা আব্দুল মোতালেব মোড়ল, ৭নং ওয়ার্ড সদস্য ও যুবদল নেতা শেখ হারুনার রশিদ, ৪নং ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা শেখ রেজাউল করীম ও সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য খুকুমনি বেগম। তারা ফুলের তোড়া তুলে দিয়ে দলে যোগদান করেন। অনুষ্ঠানের শুরুতে কয়েক’শ নেতাকর্মী মিছিল সহকারে যোগদান মঞ্চে আসেন।