বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে শনিবার বিকেলে খুলনা বিভাগীয় প্রতিবন্ধীদের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া। খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে সুইড বাগেরহাটের সভাপতি এ্যাড: মীর শওকাত আলী বাদশা এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন এমপি, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সুইড বাংলাদেশের সভাপতি জওয়াহেরুল ইসলাম মামুন, বাগেরহাট বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা বেবী মোরশেদা খানম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড: শাহ আলম টুকু, খানজাহান আলী কলেজের অধ্যক্ষ খোন্দকার আসিফ উদ্দিন রাখি প্রমুখ।
এ প্রতিযোগিতায় ১০ জেলার ১২টি শাখা অংশগ্রহণ করছে। প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার বলেন, প্রতিবন্ধীরা আজ আমাদের অহংকার, তারা বিশ্ব অলম্পিকে অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য গৌরবময় স্বর্ণপদক জয় করে আনছে। এ সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। আগামীতে প্রতিবন্ধীরা দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।