স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে বাস চাপায় একজন সিএনজি চালক নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত সিএনজি চালক মেহেদী হাসানের (২৪) বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর নিয়ামতবাড়ি এলাকায়।
সোমবার সকাল ৯টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ঈশ্বরদী থানার এসআই আব্দুল লতিফ জানান, কুষ্টিয়ার দিক হতে গ্যাস ফুরিয়ে যাওয়া একটি সিএনজিকে আরেকটি সিএনজি দড়ি বেঁধে সিএনজি ষ্টেশনে নিয়ে আসছিল। এ সময় ঢাকা হতে কুষ্টিয়াগামী দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস দুটি সিএনজিকে চাপা দিয়ে চলে পালিয়ে যায়। এতে মেহেদী হাসান ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর সিএনজি চালক রনি আহম্মেদ গুরুতর আহত হয়। রনিকে চিকিৎসার জন্য কুষ্টিয়া নেয়া হয়েছে।