আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: বিজয়ের ৪৫ বছর পূর্তিতে নলকূড়া তরুণ সংঘ ও নলকূড়া নাট্যগোষ্ঠীর আয়োজনে রবিবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের নলকূড়া গ্রামে এই আয়োজনে তরুণ সংঘের সভাপতি শেখ আমিনুর হোসেন সভাপতিত করেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ মোতাহার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাট্যগোষ্ঠীর সভাপতি শেখ আলমগীর হোসেন, তরুণ সংঘের উপদেষ্টা মীর হায়দার আলী, সাধারণ সম্পাদক মীর কাইযুম আলী পিন্টু, ক্রীড়া সম্পাদক শেখ আমির হোসেন প্রমুখ।
আরো বক্তব্য রাখেন শেখ আব্দুল মতিন, মুকুল, সজল, নাহিদ, রিজভী, শেখ শফিকুল ইসলাম, শেখ আরিফুল ইসলাম, তৌকির হাসান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মীর হায়দার আলী।