অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক আলোচনা সভা ও গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নাচোল সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেচেন্দা আদিবাসী পাড়ায় বাল্যবিয়ে রোধে এই আলোচনা সভা ও গম্ভীরা অনুষ্ঠিত হয়।

এমবি ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে নাচোল সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (২) মোকবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা সদস্য সোনাভান বেগম, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ, ক্লাবের সভাপতি শহিদুজ্জামান সোহাগ ও সমাজসেবক মফিজুল ইসলাম।
আলোচনা শেষে গীতাঞ্জলী সাংস্কৃতিক একাডেমি বাল্যবিয়ের কুফল সম্পর্কে গম্ভীরা গান পরিবেশন করে।