স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ‘ভূয়া মুক্তিযোদ্ধাদের কোনো কাগজে আমরা কেউ স্বাক্ষর করবো না’- এই শপথ নিয়ে অনুষ্ঠিত হয়েছে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠান। সোমবার ঈশ্বরদী পাকশী পেপার মিল রেষ্ট হাউজের সামনে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় শতাধিক মুক্তিযোদ্ধাদের সমাগম ঘটে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন সন্টু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রহিম পাকন। বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার সদরুল হক সুধা, সাবেক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান রঞ্জু, শামসুল আনোয়ার মুকুল, মোস্তাফিজুর রহমান সেলিম, জাসদ নেতা গোলাম মোস্তফা বাচ্চু, মোস্তাফিজুর রহমান সেলিম, আমিনুর রহমান দাদু প্রমুখ।
সভায় বক্তরা দাবি করেন, যারা ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। তারা আরো বলেন, ১৯ ডিসেম্বর ঈশ্বরদী হানাদারমুক্ত হলেও মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয় ২১ ডিসেম্বর। সেজন্য ২১ ডিসেম্বরই ঈশ্বরদী মুক্তদিবস।