রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে ৩নং (৭,৮,৯) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী কাউখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতীর সমর্থনে কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালযয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদস্য প্রার্থী শাহাজাদী রেবেকা শাহীন চৈতী ফুটবল মার্কায় ভোট প্রার্থনা ও সকলের সহযোগিতা কামনা করে বলেন, এক বিশেষ শ্রেণির ভোটারদের কাছে আমি এসেছি, যারা জনগণের ভোটে এলাকার প্রতিনিধিত্ব করছেন। বিশেষ শ্রেণির এ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করাও সৌভাগ্যের ব্যাপার বলে তিনি মনে করেন। তাদের মূল্যবান ভোটে তিনি সদস্য নির্বাচিত হলে প্রতিটি ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউনিয়নের সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।