দিনাজপুরে ১৩ প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুরে বেসরকারি সাহায্য সংস্থা গণ-উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনায় ১৩ শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়েছে।

গণ-উন্নয়ন কেন্দ্রের সহায়তায় ১৩ শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়।

সোমবার সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার থানা রোডে সংস্থার অস্থায়ী কার্যালয়ে শিশুসহ ১৩ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়। গণ-উন্নয়ন কেন্দ্রের এরিয়া ম্যানেজার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও শুকরিয়া পারভীন এবং পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, থানার পরিদর্শক (তদন্ত) এমরানুল কবির, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন ও জেইউকের সিনিয়র কো-অর্ডিনেটর মাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.