বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন আয়োজিত প্রথমবারের মতো ফরচুন ট্যুর ডি বাংলাদেশ ২০১৬ এর উদ্বোধন হলো ঐতিহাসিক শহর বাগেরহাট খানজাহান (র:) মাজার মোড় থেকে। মঙ্গলবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল, স্পনসরকারী প্রতিষ্ঠান এডিবি অয়েলের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান, এডিবি ওয়েলের জেলারেল ম্যানেজার ইনাম আহমেদ, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ।
প্রথমবাবের মতো বাংলাদেশ এই প্রতিযোগিতায় বিভিন্ন সার্ভিসের টিম ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিযোগীসহ সর্বমোট ৪০ জন ফরচ্যুন ট্যুর ডি বাংলাদেশ ২০১৬ সাইকেল রেসে অংশ নেয়। বাগেরহাট খানজাহান (র:) দরগাহ গেট থেকে ৫৩ কিলোমিটার বাগেরহাট মাওয়া মহাসড়ক দিয়ে প্রতিযোগীদের সাইকেল গোপালগঞ্জের পাচুড়িয়া বাজার এলাকায় গিয়ে শেষ হবে। পরের দিন গোপালগজ্ঞ রেজার ৫৫ কিলোমিটার রেস শেষে পরবর্তীতে ঢাকার হাতিরঝিলে আরও ৫৫ কিলোমিটার সাইকেল রেসের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।
এই প্রতিযোগিতার ব্যবস্থাপনার দায়িত্ব ছিলো বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার। জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম বারের মতো ফরচুন ট্যুও ডি বাংলাদেশ ২০১৬ আয়োজন করায় ইতিহাসের অংশ হয়ে রইল ঐতিহ্যের শহর বাগেরহাট।