মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কানাডিয়ান হাই কমিশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস এ সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন আভাস বরিশালের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। অনুষ্ঠানের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন অভাসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এস এম সিরাজুল ইসলাম মিলন।
এ সময় উপস্থিত ছিলেন ধুলাসার ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম খালেকুজ্জামান, ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান আ. লতিফ গাজী, টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ ফকির, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.শামসুল আলম, রির্পোটার্স ইউনিটির সভাপতি মাঈন উদ্দীন আহমেদ, সমাজকর্মী মেজবাহউদ্দীন বাবুল, উন্নয়নকর্মী গাজী নিজাম উদ্দিন, ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ কলাপাড়া শাখার সমন্বয়কারী জেমস্ রাজিব বিশ^াস, নারী প্রতিনিধি হাওয়া বেগম, লাইলী বেগম প্রমুখ। মুক্ত আলোচনায় বক্তারা জলবায়ু পরিবর্তনে টিকে থাকার বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রদান করেন।