নাচোলে জেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রশাসনের সাথে ভোটার এবং প্রার্থীদের সভা

অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সাথে ভোটার এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

Nachole Zilla parishad election meeting
নাচোলে জেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রশাসনের সাথে ভোটার এবং প্রার্থীদের সভা।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এর সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার শহীদুল ইসলাম, গোমস্তাপুর সার্কেল সিনিয়র এএসপি এটিএম মাইনুল ইসলাম, নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার অসীম কুমার ও নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার সেজারুদ্দীন। সভায় জনপ্রতিনিধি ও স্থাানীয় গণমাধ্যম ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

ছবিঃ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশাসনের সাথে ভোটার এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের যৌথসভায় অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.