আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে তিন দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষক-প্রশিক্ষণ শুরু হয়েছে। উপসহকারি কৃষি কর্মকর্তা, স্কুল-মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, উন্নয়নকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরে ভূমিকা পালনকারী ৬০ জনকে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
বুধবার মধুপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন বাস্তবায়ন প্রতিষ্ঠান বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউশন (বারটান) এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোজাম্মেল হক। মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে।
প্রথম দিনের প্রশিক্ষণ প্রদান করেন প্রধান অতিথি বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউশন (বারটান) এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোজাম্মেল হক।
ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউশন এর প্রশিক্ষক ছাড়াও এ প্রশিক্ষণে উপজেলা মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা প্রশিক্ষণ প্রদান করবেন বলে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে।