রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীর ঐতিহ্যবাহী ই.জি.এস শিক্ষা নিকেতনের (মাধ্যমিক বিদ্যালয়) দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব শনিবার শুরু হয়েছে। নবীন-প্রবীণের পদভারে মুখরিত ক্যাম্পাস। উৎসবের আমেজ শুরু হয়েছে শুক্রবার থেকেই।
১৯৬৬ সালের ১ জানুয়ারি রঘুনাথপুর ই.জি.এস মাধ্যমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। অনেক চড়াই-উতরাই পেরিয়ে অর্ধশত বছর পার করছে কাউখালী উপজেলা সদরের অদূরে ইতিহাস-ঐতিহ্যে ভরপুর এ বিদ্যাপীঠ।
অর্ধশত বছর উদযাপনে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শুক্রবার থেকেই বর্ণিল সাজে সেজেছে বিদ্যালয়ের চারদিক।
কালের পরিক্রমায় এ প্রতিষ্ঠানটি শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় যশ, খ্যাতি আর সুনাম বয়ে এনেছে। এ কলেজে জ্ঞানার্জন করেছেন দেশ-বিদেশে অবস্থান করা অনেক ক্ষণজন্মা শিক্ষার্থী। অর্ধশত বছর উদযাপন উপলক্ষে নবীন-প্রবীণের মিলনমেলায় ভরপুর কলেজ আঙ্গিণা।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বিশেষ অতিথি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুঃ জিয়াউল হক, পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, পিরোজপুরের পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন ।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক তপন কুমার চক্রবর্তী জানান, সুবর্ণজয়ন্তী উদযাপন উৎসব উপলক্ষ্যে শনিবার সকালে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ক্রেস্ট বিতরণ, স্মৃতিচারণমূলক আলোচনা, প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এ্যালামনাই এসোসিয়েশন গঠন, র্যাফল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।