অলিউল হক ডলার, (নাচোল) চাঁপাইনবাবগঞ্জ: নাচোলে বাংলাদেশ গার্লস গাইড এসেসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে শনিবার সকালে খুরশেদ মোল্লা উচ্চ বালিকা বিদ্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন নাচোল উপজেলা শাখার কমিশনার রোকেয়া খাতুনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গার্লস গাইড এসেসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিশনার মার্জিনা হক, জেলা সম্পাদক গৌরী চন্দ সিতু, সদস্য তাজমহল বেগম, শাহ মোমতাজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া, খুরশেদ মোল্লা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক নুরুন নাাহার, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার।
এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষকমন্ডলী, গার্লস গাইড এসোসিয়েশনের সদস্যবৃন্দ। আলোচনা শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।