অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেলে নাচোল ইলামিত্র স্মৃতি পাঠাগারে মহান বিজয় দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেখ রাশেল শিশু কিশোর পরিষদের নাচোল পৌর শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ রাশেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. অজিত দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সরকারী মহিলা কলেজের প্রভাষক আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম, ইলামিত্র স্মৃতি পাঠাগারের সভাপতি প্রভাষক তৌহিদুল ইসলাম শাহিন, গোমস্তাপুর শেখ রাশেল শিশু কিশোর পরিষদের, সভাপতি আব্দুল আলিম, উপজেলা মহিলা লীগের সভানেত্রী রঞ্জরারানী ফুন্সি, যুবলীগ নেতা এ্যাড. মোস্তাফিজুর রহমান বুলেট, পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ, বনলতা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নুরুদ্দীন শেখ, ছাত্রলীগ নেতা জুয়েল ।
বক্তারা ১৯৭১ সালের নয় মাসের যুদ্ধের স্মৃতি তুলে ধরেন।