মোংলায় লায়ন্স ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু শিবির

জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): মোংলায় শুরু হয়েছে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির। শনিবার সকালে মোংলা পোর্ট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চক্ষু শিবিরের উদ্বোধন করেন ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি ও সেফ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

মোংলায় লায়ন্স ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু শিবির চলছে।

লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের ব্যবস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত চক্ষু শিবিরে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের ৮ জন ডাক্তার। মোংলা ও রামপালসহ আশপাশ উপজেলার কয়েক হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।
এদের মধ্যে প্রায় ৪শ জনকে বাছাই করে চোখের বিভিন্ন ধরনের অপারেশনের জন্য ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা দেয়া হবে। এ সকল রোগীদের ঢাকায় নিয়ে বিনামূল্যে অপারেশন ও প্রয়োজনীয় সকল ধরনের সেবা প্রদাণ করা হবে বলে জানিয়েছেন লায়ন্স ক্লাব সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের । সকাল ৯ টা থেকে শুরু হওয়া এ ফ্রি চিকিৎসা সেবা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.