মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, যারা দর্নীতি করেন তারা সচেতন হয়ে যান। ধরা পরলে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়া হবে। ক্ষুধা দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ গড়ার কাজ শুরু করেছিলেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করব। আমরা সেভাবেই দায়িত্ব পালন করব। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছেন, যা বাস্তবায়ন করতে সবাইকে কাজ করতে হবে।
শনিবার সকালে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার আরও বলেন, সততা নিয়ে সরকারি কর্মকর্তাদের নতুন পথে হাঁটতে হবে।
তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি অফিসে হেল্প ডেক্স চালু করতে হবে। একমাস হবে সারপ্রাইজ ভিজিট। যেসব অফিস হেল্প ডেক্স চালু না করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
“দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এ শ্লোগান নিয়ে কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ সভার আয়োজন করে। কলাপাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ এসএম মঞ্জুরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুদক বরিশালের পরিচালক আক্তার হোসেন, পটুয়াখালীর জেলা প্রশাসক একেএম শামীমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান, সহকারী পুলিশ সুপার মঈনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সততা সংঘের সভাপতি ন¤্রতা মুন ও ইলমা আক্তার ইভা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন দুদক পটুয়াখালীর উপ-পরিচালক কেএম মিছবাহউদ্দিন, ট্যুরিস্ট পুলিশের এএসপি ফসিউর রহমান প্রমুখ।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, সততা সংঘের সদস্যরা অংশ নেন।