রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই চলছে পিরোজপুরের কাউখালীর বিভিন্ন হাট-বাজারে পশু জবাই ও মাংস বিক্রি। এ ব্যাপারে প্রাণিসস্পদ বিভাগের স্পষ্ট নির্দেশনা থাকলেও তা মানছে না মাংস বিক্রেতারা।
পশুর শারীরিক অবস্থা বিবেচনা না করেই জবাই করা হচ্ছে। আর এ সব মাংস বিক্রির ফলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মধ্যে পড়ছে। এ সব মাংস খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছেন এ এলাকার জনগণ। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনের উদাসীনতায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অভাবে এক শ্রেণির অসাধু মাংস ব্যবসায়ী ক্রেতাদের সঙ্গে এ প্রতারণা চালিয়ে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার উত্তরবাজার, দক্ষিণ বাজার, কেউন্দিয়াসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন গবাদি পশু জবাই করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পশু বিভিন্ন রোগে আক্রান্ত থাকে। হাটবাজার ঘুরে দেখা গেছে, কসাইরা অত্যন্ত নোংরা পরিবেশে গবাদি পশু জবাই করছে।