রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে, ও ২টি ওয়ার্ডের সদস্য এবং ১টি সংরক্ষিত ওয়ার্ডে প্রচার-প্রচারণা জমে উঠেছে। প্রার্থীদের পোস্টারে ছেঁয়ে গেছে কাউখালী। চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ সমার্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ শাহ আলম (আনারস) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ (কাপ পিরিচ প্রতীক) এবং আব্দুল্লাহ আল মাসুদ (চশমা প্রতীক)।
৮ নং ওয়ার্ডের (চিরাপারা-পারসাতুরিয়া, শিয়ালকাঠী, ভিটাবাড়িয়া) ৬ জন প্রার্থী হলেন জাতীয় যুব সংহতির (জেপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (টিউবওয়েল), কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন তালুকদার দুলাল (বৈদ্যুতিক পাখা), উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন হোসাইন বাবুল জোমাদ্দার (ঘুড়ি), খান রেজাউল করীম ফিরোজ (হাতি), কামাল খান (তালা) এবং মোঃ হাবিবুল আলম (অটোরিক্সা)।
৯ নং ওয়ার্ডে (কাউখালী সদর, আমরাজুড়ি, সয়না রঘুনাথপুর ইউনিয়ন) প্রার্থীর সংখ্যা ৩ জন। তারা হলেন আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন (টিউবওয়েল), সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চুন্নু (তালা) উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম (অটোরিকসা)।
সংরক্ষিত নারী সদস্য পদে ৩নং (৭,৮,৯) ওয়ার্ডে ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন কাউখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী (ফুটবল), যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক নারী নেত্রী সাংবাদিক মোসাঃ শিরিনা আফরোজ (দোয়াত কলম)।
ইতিমধ্যে প্রার্থীরা বিরামহীন প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। সবাই ভোট চাই, ভোট চাই বলে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে অপেক্ষা করছেন। কে বিজয়ী হন তা দেখার জন্য ভোটারদের নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আগামী ২৮ ডিসেম্বর পিরোজপুরে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।