মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ার সপ্তম শ্রেণির ছাত্রী নম্রতা মুনকে স্যালুট প্রদান করলেন কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সহকারী পুলিশ সুপার মঈনুল হক। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন বিষয়ক এক মতবিনিময় সভায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুনের দুর্নীতি বিষয়ক বক্তব্যে সন্তুষ্ট হয়ে বক্তব্য চলাকালে তিনি এ স্যালুট জানান।
এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড.নাসির উদ্দিন আহম্মেদ, দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় পরিচালক আক্তার হোসেন, জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ। এ সময় মতবিনিময় সভায় উপস্থিত সকলে ন¤্রতা মুনের দুর্নীতি বিষয়ক বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।