রতন সিং, দিনাজপুর: মধ্যপাড়া কঠিন শিলা খনি ও এলাকা রক্ষাসহ ছয় দফা দাবিতে সোমবার মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা খনি বাঁচাও-এলাকা বাঁচাও সংগ্রাম কমিটির ডাকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালীন সমাবেশে সংগ্রাম কমিটির সভাপতি আফজাল হোসেন মাষ্টার বলেন, দেশের একমাত্র পাথর খনি মধ্যপাড়া, সেই খনিটি চালু ছিল, কিন্তু খনিটি একটি বেসরকারি কোম্পানি জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামকে (জিটিসি) দায়িত্ব দেয়ার পর কিছুদিন চালু থাকার পর দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ রয়েছে। খনিটিতে বিভিন্ন পদে ৬শত শ্রমিক কাজ করে আসছে। কিন্তু খনির পাথর উত্তোলন বন্ধ থাকার কারণে শ্রমিকেরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।
তিনি আরও বলেন, মধ্যপাড়ার খনির পাথর দিয়ে পদ্মাসেতু নির্মাণ করার কথা ছিলো। কিন্তু উৎপাদন বন্ধ থাকার কারণে ভারত থেকে পাথর চড়াদামে কিনে এনে কাজ করা হচ্ছে। উত্তর কোরিয়ার “নাম নাম” কোম্পানী খনিতে কাজ করাকালে তাদেরকে অর্থনৈতিকভাবে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে অর্থনৈতিক সহযোগিতা দেয়া হয়নি। খনিতে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের ষড়যন্ত্রে খনিটি বন্ধ করার চক্রান্ত চলছে। এতে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। শ্রমিকদের স্বার্থে সরকারের উন্নয়নমূলক কর্মকা- ত্বরান্বিত করার লক্ষে অবিলম্বে ৬ দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সমূহে ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ছয় দফা দাবিসমূহ হচ্ছে- দ্রুত সময়ের মধ্যে পূর্বের ন্যায় ১ম, ২য় ও ৩য় শিফট চালু করে শ্রমিকদের কাজে নিয়োগ দিতে হবে, দেড় বৎসর ধরে শ্রমিকদের বকেয়া বেতন ভাতাসহ উৎসব বোনাস পরিশোধ করতে হবে, যে সমস্ত অসাধু কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে প্রকল্পটি আলোর মুখ দেখতে পারছেনা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, খনি উত্তোলনে দক্ষ, অভিজ্ঞ এবং কাজে বাস্তব পারদর্শী ঠিকাদার প্রতিষ্ঠানকে নিয়োগ করতে হবে, অনভিজ্ঞ ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি কোম্পানির সাথে সম্পাদিত চুক্তি বাতিল করতে হবে, ভূমি ক্ষতিগ্রস্ত পরিবারের যোগ্য প্রার্থীদের চাকুরি প্রদানসহ অধিগ্রহণকালীন বকেয়া পাওনা বর্তমান মূল্যে পরিশোধ করতে হবে, ব্লাস্টিং এর কারণে যে সকল বাড়িতে ফাটল দেখা দিয়েছে তা নির্মাণে ক্ষতিপূরণ দিতে হবে তৎসঙ্গে খনি হতে নিষ্কাশিত পানি ড্রেনের মাধ্যমে বের করে দিতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রাজু শাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, শাহজাহান মিয়া প্রমুখ।