অলিউল হক ডলার, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সংস্থা প্রয়াসের উদ্যোগে মঙ্গলবার ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সকাল ৯টা থেকে নাচোল উপজেলার নেজামপুর উচ্চ বিদ্যালয় চত্বরে ডায়াবেটিস, চর্ম ও যৌন রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ইউপি চেয়ারম্যান আমিনুল হক এর সভাপতিত্বে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ। এছাড়া নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরউদ্দিন, ডা: আতিক মাহমুদ,ডা: শামসুল আলম, ল্যাব টেকনোলজিস্ট আনোয়ারুল ইসলাম ও প্রয়াসের মেডিকেল এ্যাসিসটেন্ট শরিফুল ইসলাম সোহেল।
ক্যাম্পে দুই শতাধিক ডায়াবেটিস, চর্ম ও যৌন রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।