হাকিম বাবুল শেরপুর: শেরপুর জেলা বিএনপি’র সভাপতি পদে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এবং সাধারণ সম্পাদক পদে শিল্পপতি মো. হযরত আলীর নাম ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার রাতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জেলা বিএনপি’র নতুন কমিটির দুই শীর্ষ পদে এদের নাম অনুমোদন দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে, জেলা বিএনপি’র সভাপতি-সম্পাদক পদে রুবেল-হযরত আলীর নাম ঘোষণা করায় সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন ও মামুনুর রশীদ পলাশের নেতৃত্বাধীন নেতাকর্মীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এ কমিটিকে সাজানো এবং পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করেছেন সাইফুল ইসলাম স্বপন। অচিরেই সংবাদ সম্মেলন করে এর তীব্র প্রতিবাদ ও প্রকৃত ঘটনা অবহিত করা হবে বলেও তিনি জানিয়েছেন।
সদ্য ঘোষিত জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. হযরত আলী জানান, ২৬ ডিসেম্বর শেরপুর জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় নের্তৃবৃন্দের উপস্থিতিতে সভাপতি-সম্পাদক পদে নাম চেয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে জেলার ৯টি ইউনিটের ৪৫ জন কাউন্সিলরদের মধ্যে ৪২ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। পরে ওই ভোটবাক্স সীলগালা করে কেন্দ্রে পাঠানো হয়। মঙ্গলবার রাতে ভোট গননা শেষে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শেরপুর জেলা বিএনপি’র নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা এবং অনুমোদন প্রদান করেন। একইসাথে আগামী ১৫ দিনের মধ্যে দলের পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
দীর্ঘ ১৩ বছর পর গত ২৬ ডিসেম্বর শহরের গৃর্দানারায়নপুর বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস হাইস্কুল মাঠে কেন্দ্রীয় নের্তৃবৃন্দের উপস্থিতিতে জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।