আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরায় ইউএনডিপি ও জেলা প্রশাসনের আয়োজনে সরকারের স্বপ্ন প্রকল্পের আওতায় সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দারিদ্র্য বান্ধব উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মঈনুল ইসলাম। সূচনা বক্তব্য রাখেন ইউএনডিপি’র জেলা ব্যবস্থাপক মো: রবিউল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন গবেষক কাজল চট্ট্রোপাধ্যায়।
বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রওশন আরা জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, জেলা তথ্য কর্মকর্তা শাহনেওয়াজ করিম, সুশীলন’র উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান, তালা’র এসি ল্যান্ড কবির হোসেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার উদ্দীন ও জেবুন্নেসা খানম, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম প্রমুখ।
কর্মশালায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন বলেন, দেশ যখন ক্রমাগত উন্নয়নের পথে এগিয়ে চলেছে তখন অপ্রত্যাশিতভাবে অসংখ্য নারী দারিদ্র্যপীড়িত। সরকারের স্বপ্ন প্রকল্প সেই দারিদ্র্য দূর করতে যথেষ্ঠ ভূমিকা রাখবে। একই সাথে সমাজের যোগ্যতাসম্পন্ন সব মানুষকে এই দরিদ্রতা দূর করার যে সংগ্রাম তাতে অংশ নিতে হবে।
স্বপ্ন প্রকল্পের আওতায় যে নারীরা রাস্তায় কাজ করছে তাদের প্রকল্প একদিন শেষ হয়ে যাবে। এই প্রকল্প শেষ হওয়ার আগে যেন তাদের দরিদ্রতা দূর করা যায় সেদিকে নজর রাখতে হবে। ২০১৪ সালে শেষের দিকে সাতক্ষীরায় স্বপ্ন প্রকল্প চালু হয়। পাঁচটি উপজেলায় ৫২ টি ইউনিয়নে ১৮৭২ জন নারী কাজ করছে। দারিদ্র নারীদের জন্য এ প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। এ প্রকল্পটি পরবর্তীতে আরও দুইটি উপজেলায় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।