রবিউল হাসান রবিন,কাউখালী(পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে জেলা পরিষদ নির্বাচনে ২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাউখালী উপজেলার ২টি কেন্দ্র সহ ১৫টিকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কাউখালীর ৮ নং ওয়ার্ডে মামুন হোসাইন বাবলু ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামাল খান ১০ ভোট পেয়েছেন। ৯ নং ওয়ার্ডে ২৫ ভোট পেয়ে জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তসলিম উদ্দিন চুন্নু পেছেন ১২ ভোট।
৩নং সংরক্ষিত আসনে সদস্য ৭৩ ভোট পেয়ে শাহাজাদী রেবেকা শাহীন চৈতী নির্বাচিত হয়েছেন। মোট ১২জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।