হাকিম বাবুল, শেরপুর: শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের মনোনীত প্রার্থী জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল।
মোটর সাইকেল প্রতীকে হুমাযূন কবীর রুমান পেয়েছেন ৫৬৩ ভোট এবং আনারস প্রতীকে অ্যাডভোকেট চন্দন কুমার পাল পেয়েছেন ১৭৬ ভোট।
নির্বাচনে ৭৪২ জন ভোটারের মধ্যে ৭৪০ জন ভোট প্রদান করেন। তন্মধ্যে চেয়ারম্যান পদে একটি ভোট বাতিল হয়। নির্বাচন শেষে বিকেলে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম কালেক্টরেট অফিসে স্থাপিত কন্ট্রোল রুম থেকে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।
এছাড়া জেলা পরিষদে ১৫ ওয়ার্ডের মধ্যে সাধারন সদস্য পদে ১৪ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ১ নং ওয়ার্ডে মো. এরশাদ আলী ও সাব্বির আহমেদ সমান (২৬ টি) ভোট পাওয়ায় পরে লটারীর মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণার কথা জানানো হয়।
১৪ ওয়ার্ডের নির্বাচিতরা হলেন-মো. জাকারিয়া বিষু (২ নং ওয়ার্ড), মো. আব্দুল হান্নান (৩ নং ওয়ার্ড), মো. কফিল উদ্দিন (৪ নং ওয়ার্ড), মো. নুরুল ইসলাম (৫ নং ওয়ার্ড), মো. আবু তাহের (৬ নং ওয়ার্ড), খন্দকার আরিফ আহমেদ (৭ নং ওয়ার্ড), মো. বিল্লাল হোসেন (৮ নং ওয়ার্ড), হাফিজুর রহমান খোকন (৯ নং ওয়ার্ড), মো. ছানুয়ার হোসেন (১০ নং ওয়ার্ড), মো. ছামিউল হক (১১ নং ওয়ার্ড), খন্দকার রবিউল করিম (১২ নং ওয়ার্ড), আব্দুল্লাহেল আল আমিন (১৩ নং ওয়ার্ড), মো. আব্দুল খালেক (১৪ নং ওয়ার্ড), আবু জাফর (১৫ নং ওয়ার্ড)। তাছাড়া ৫টি সংরক্ষিত মহিলা সদস্য পদে অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী (সদর), আয়শা সিদ্দিকা রূপালি (ঝিনাইগাতী), আঞ্জুমান আরা বেগম (নকলা), কহিনুর আক্তার (শ্রীবরদী) ও নহেলিকা দিব্রা (নালিতাবাড়ী)।
২৮ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলার ১৫টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য নির্বাচনের মতো ভোটারদের দীর্ঘ লাইন না থাকলেও ভোটকেন্দ্র ঘিরে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কর্মী-সমর্থক ও উৎসুক জনতার ভীড়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে, নকলার ৫০নং জানকিপুর কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ৯টি মোটরসাইকেল অবৈধভাবে প্রবেশ করায় ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম বলেন, কড়া নিরাপত্তায় অত্যন্ত শান্তিপূর্ন পরিবেশে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৯৯.৭৩ শতাংশ ভোট পড়েছে।