ঈশ্বরদীতে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশের ১ম বার্ষিক সাধারণ সভা

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মালিকানা প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর প্রথম বার্ষিক সাধারণ সভা শুক্রবার রূপপুরের এনপিপি ভবনে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খান এই সভায় সভাপতিত্ব করেন।

ঈশ্বরদীতে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশের ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, এনপিসিবিএল-এর পরিচালক ও এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, পরিচালক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, পরিচালক ও অর্থ বিভাগ টিডিএম এর অতিরিক্ত সচিব এ আর এম নজমুস ছাকিব, পরিচালক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আবুল মনসুর মোঃ ফয়েজউল্লাহ এনডিসি, পরিচালক ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. আহমদ কায়কাউস, পরিচালক ও বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আলী জুলকারণাইন, পরিচালক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ, পরিচালক ও ব্যাবস্থাপনা পরিচালক পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের মাসুম-আল-বিরুণী, পরিচালক ও লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব (ড্রাফটিং) কাজী আরিফুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর। এ সময় এনপিসিবিএল-এর উপদেষ্টা ড. রবীন্দ্র নাথ সরকার এবং ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের কাজের অগ্রগতি এবং জনবল নিয়োগ করে রাশিয়ায় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। কোম্পানির পরিচালকমন্ডলী প্রকল্পের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পকে কোম্পানিতে রূপান্তরের পর এটাই প্রথম বার্ষিক সাধারণ সভা। যা শুক্রবার ঈশ্বরদীর রূপপুরে অনুষ্ঠিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.