আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মো. নুরুল আলম তালুকদারের সহযোগিতায় বৃহস্পতিবার বিকালে আড়াই শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপানা পরিচালক মুক্তিযোদ্ধা ড. মো. নুরুল আলম তালুকদার।
অন্যান্যের মদ্যে বক্তব্য রাখেন ঘাটাইলের ইউএনও আবুল কাশেম মোহাম্মদ শাহীন, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা হাসান আলী মিয়া, মুক্তিযোদ্ধা শামছুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ভুইয়া প্রমুখ।
পরে উপজেলার আড়াই শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।