মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): জমি নিয়ে বিরোধে চাচাতো ভাই নাজমুল হাওলাদারের এক ঘুষিতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বড় ভাই শফি হাওলাদার (৪২)। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিন শতাংশ জমি নিয়ে নাজমুল ও শফি হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে তাবলীগ জামাত থেকে বাড়ি আসেন শফি হাওলাদার। সকাল সাড়ে নয়টার দিকে নাজমুল ও শফি হাওলাদারের মধ্যে জমি নিয়ে তর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত নাজমুল শফি হাওলাদারের মুখমন্ডলে ঘুষি মারলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনার পরই সহকারী পুলিশ সুপার মঈনুল ইসলাম ও কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অভিযুক্ত নাজমুলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শাহনেওয়াজ জানান, লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।