রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মহিউদ্দীন মহারাজ কাউখালীর জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
কাউখালী উপজেলা পরিষদের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু ও ফাতেমা ইয়াসমিন পপি, ভান্ডারিয়ার ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান তারেকসহ জনপ্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন। কাউখালী উপজেলার বিভিন্ন সংগঠন ফুলের তোড়া দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।
রাতে জেলা পরিষদ চেয়ারম্যান জাতীয় পার্টি (জেপি) কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।