জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত শিবিরের দুই নেতাকর্মী রয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ মোবাইলে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ আরো জানান, জেলাব্যাপী অবৈধ অস্ত্রের ব্যবহার, অপরাধমূলক কর্মাকাণ্ড ও আইন-শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ২ জামায়াতকর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়।
তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা ও পরোয়ানা রয়েছে বলেও অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিককে জানান।