আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ময়মনসিংহ বিভাগের মধুপুর, গোপালপুর, টাঙ্গাইলসহ ১৮টি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই দিনের মিলনমেলার উদ্বোধন হয়েছে। সুইড বাংলাদেশ মধুপুর শাখার উদ্যোগে ওই সব বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে এ মিলন মেলার আয়োজন হয়েছে করা হয়েছে।
শুক্রবার মধুপুর অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়েছে দুই দিনের কর্মসূচি। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম। অতিথিবৃন্দ বুদ্ধিপ্রতিবন্ধী শিল্পীদের সাথে কন্ঠ মিলিয়ে গান গেয়ে ২য় দিনের কর্মসূচির উদ্বোধন করেন।
সুইড বাংলাদেশ মধুপুর শাখার সহ-সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ডা. দুলাল চৌধুরী, এএসপি আলমগীর কবির, সহকারি কমিশনার (ভূমি) সারাহ্ সাদিয়া তাসনীন, উপজেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য খন্দকার শফিউদ্দিন মনি, বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা নাসরিন ডলি প্রমুখ।
দ্বিতীয় দিন শনিবার মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকাবেন সাবেক মন্ত্রী, বর্তমান জাতীয় সংসদে অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ আ’লীগের মধুপুর উপজেলা সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি।