অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রবিবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে । বেলা ১১টায় নাচোল মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদ ওয়াসিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, একাডেমিক সুপার ভাইজার গোলাম কিবরিয়া, বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমান বাবু।
পরে বেগম মহসীন ফাজিল মাদ্রাসা, নাচোল খুরশেদ মোল্লা উচ্চ বিদ্যালয়ে, নাচোল ১নং ও ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়, নেজামপুর আলিম মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হয়।