অলিউল হক ডলার, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজ্ঞান বিভাগে লেখা পড়া করে মানবিক বিভাগে পরীক্ষার প্রবেশ পত্র আসায় দুই আলিম পরীক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিৎ হয়ে পড়েছে। শিক্ষার্থীরা প্রতিকার চেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর শনিবার স্মারক লিপি প্রদান করেছেন।
ভূক্তভোগী শিক্ষার্থীরা উপজেলার ফতেপুর ইউনিয়নের গজাল বাড়ি গ্রামের মো. ইব্রাহিম এর ছেলে মো. আহসান হাবিব, ও নাচোল সদর ইউনিয়নের দরবেশপুর প্রামের অহির উদ্দিন এর মেয়ে মোসা. ফেন্সী খাতুন। শিক্ষার্থীরা অভিযোগ লিপিতে উল্লেখ করেছেন ২০১৫ ইং সালে তারা নাচোল বেগম মহসিন ফাজিল মাদ্রাসায় বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে বিজ্ঞান বিভাগ নিয়ে দুই বছর লেখাপড়া করেন এবং পরীক্ষার ফরম পুরনের সময় দুজনেই বিজ্ঞান বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য পরম পুরণ করেছেন।
কিন্তু প্রবেশ পত্র হাতে পেয়ে দেখেন সেখানে বিজ্ঞান বিভাগের পরিবর্তে মানবিক বিভাগ লিপিবদ্ধ করা হয়েছে। বিষটি তাৎক্ষনিক মাদ্রাসার অধ্যক্ষ মো. ইসহাককে অবহিত করেছেন কিন্তু তিনি এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে পরীক্ষার্থীরা এ প্রতিবেদককে জানান। ফলে প্রতিকার চেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে একটি স্মারক লিপি প্রদান করেছেন। এ ব্যাপারে নাচোল বেগম মহসীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ইসহাক এর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায় ।