কাউখালীতে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে রবিবার উৎসবমুখর পরিবেশে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল, হাইস্কুল, ইবতেদায়ি ও দাখিল মাদ্রাসার কোমলমতি শিশু কিশোর শিক্ষার্থীদের হাতে ২০১৭ শিক্ষা বছরের জন্য নতুন বই তুলে  দেওয়া হয়েছে।

Kawjhali book distribution
কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণী উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর।

সকাল ১০টায় উপজেলার কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণী উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা  চেয়ারম্যান এস এম আহসান কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে আয়োজিত উৎসব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এসকে জাবিদ হোসেন, ইউআরসি’র ইনস্ট্রাকটর আল মামুন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার  মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা  প্রতিষ্ঠানগুলোতে বিনামূলে সমস্ত পাঠ্যপুস্তুক বিতরণ করা হচ্ছে। এতে আগামী দিনের  টেকসই উন্নয়নের জন্য সরকার উপযুক্ত মানুষ তৈরি করার মহৎ কাজ করে যাচ্ছে বলে বক্তরা আরও উল্লেখ করেন।

এ দিকে উপজেলার শিয়ালকাঠীর জোলাগাতী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেপির কেন্দ্রীয় নেতা শিক্ষানুরাগী অ্যাডভোকেট হুমায়উন কবীর রাজু।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হেমায়েত হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাসুদেব মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.