রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কাউখালীর একটি বাজারে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আদালত সূত্র জানায়, সকাল দশটার দিকে কাউখালী দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে বাশুরী গ্রামের আরিফুর রহমান হাওলাদার, কচুয়াকাঠির আনন্দ দাস এবং বিড়ালজুড়ি গ্রামের পনিরের মাছের দোকান হতে ৫০ কেজি জাটকা জব্দ করা হয় । অভিযানের সময় মাছ বিক্রেতার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
পরে জব্দ জাটকাগুলো পাঁচটি এতিম খানায় বিতরণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা মৎস্য অফিসার মনোজ কুমার সাহা ও কাউখালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।