জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার শিক্ষার মান আরও একধাপ এগিয়ে নিতে ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের প্রচেষ্টায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু হয়েছে। রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে স্কুলের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
এ উপলক্ষে ডিসিকোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক সুষেন্দু কুমার ভৌমিকের সভাপতিত্বে অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো: মোকছেুদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এনডিসি মিজাবে রহমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আমিনুল ইসলাম।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। ২০১৬ সালে প্রথম ধাপে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ২’শ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।