মিলন কর্মকার রাজু, কলাপাড়া(পটুয়াখালী):পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা রিসোর্ট সেন্টারে ঢুকে মদ খেয়ে মাতলামি করায় কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহমান সিকদার (৫২) ও তার সহযোগী জাকির হোসেনকে (৪০) সোমবার মধ্যরাতে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
মঙ্গলবার সকালে আব্দুর রহমানকে কলাপাড়া হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, সিকদার রিসোর্ট সেন্টারে গিয়ে মদ্যপ অবস্থায় রহমান সিকদার তার সহযোগিকে নিয়ে মাতলামি করছিল। রিসোর্ট কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করে আইননানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আব্দুর রহমান সিকদার টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। জাকিরের বাড়ি মহিপুরে। তার বাবার নাম আব্দুল লতিফ।