স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা ও পৌর কমিটির যৌথ উদ্যোগে বুধবার ঈশ্বরদীতে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা।
সকালে রেলগেটে র্যালির উদ্বোধন এবং কেক কাটেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার শরীফ। এ সময় উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিণ পিয়া, শ্রমিক নেতা কে এম রশীদুল্লাহ, পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, ঘাতক-দালাল নির্মূল কমিটির সম্পাদক ইমরুল কায়েস দারা, উপজেলা যুবলীগের সভাপতি শিরফান শরীফ তমাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
র্যালি শেষে ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রাফিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব সরকার প্রমুখ।