স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে তাড়িখোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ঈশ্বরদী পৌর এলাকার ভূতেরগাড়ির ইসলাম পাড়ায় ইটের ভাটার পুকুরে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে ৪/৫ জন ব্যক্তি ওই পুকুর পাড়ে বসে তাড়ি সেবন করছিল। এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ও এলাকাবাসী মিলে তাড়িখোরদের ধাওয়া করে। এ সময় নেশাগ্রস্থ ওই ব্যক্তিরা পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয়। অন্যরা পালাতে সক্ষম হলেও পিয়ারাখালী এলাকার মৃত আবু জাফর মুন্সির ছেলে মুকুল মুন্সি (৪২) পানিতে ডুবে যায়। পকুরের গভীরতা বেশি থাকায় স্থানীয় লোকজন ও পুলিশ অনেক চেষ্টা করেও মুকুলকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সর্ভিসের মাধ্যমে রাজশাহী হতে ডুবুরি আনা হয়। ডুবুরি রাত ১১টার দিকে মুকুলের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ঘটনাস্থল রাতেই পরিদর্শন করেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার জানান, পুকুরপাড় হতে তাড়ি ছাড়াও কিছু দেশি মদও উদ্ধার হয়েছে। মুকুলের লাশ ময়নাতদন্তের জন্য বুধবার পাবনায় প্রেরণ করা হয়েছে।