মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়ার শীর্ষ সন্ত্রাসী ২১ মামলার আসামি নীলগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম ওরফে জহিরকে (৩১) গ্রেফতার করেছে পটুয়াখালী র্যাব-৮ সদস্যরা। উপজেলার নীলগঞ্জের সলিমপুর গ্রামের জালাল খলিফার তাল বাগান থেকে সোমবার রাত আনুমানিক সোয়া নয় টায় জহিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি শুটার গান, তিনটি রামদা, পাঁচ রাউন্ড গুলি ও একটি মোবাইল জব্ধ করা হয়েছে। সোমবার মধ্য রাতে তাকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, জহিরের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধরনের অন্তত আটটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। নীলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মালেক খান জানান, জহির অন্তত ২১টি মামলার আসামি। জহিরুলকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করেছে পুলিশ।