রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে চেতনা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার পালিত হলো ঐতিহাসিক তেভাগা দিবস।
দুপুর ১২টায় চিরিরবন্দর উপজেলার তালপুকুর বাজিতপুরের চেন্দু বটতলায় তেভাগা স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। দুপুর ২টায় চিরিরবন্দর উপজেলার তালপুকুর এলাকা থেকে এক র্যালি বের হয়ে ওই এলাকা প্রদক্ষিণ করে। র্যালি শেষে তেভাগা আন্দোলন স্মৃতি পরিষদের আহ্বায়ক মির্জা আনোয়ারুল ইসলাম তানুর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সিপিবির নেতা আলতাফ হোসাইন, এ্যাডঃ মেহেরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামালউদ্দীন বাচ্চু, জেলা জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং চেতনা পরিষদের সদস্য সচিব এ্যাডঃ রেয়াজুল ইসলাম রাজু প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৪৭ সালের ৪ জানুয়ারি জমিদার জোতদারের বিরুদ্ধে দরিদ্র কৃষকদের তেভাগা আন্দোলনে পুলিশের বর্বর আক্রমণে নিহত হন চিরিরবন্দরের বাজিতপুর তালপুকুর গ্রামের সমিরউদ্দীন ও শিবরাম মাঝি। খেটে খাওয়া সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তেভাগা আন্দোলন অনুপ্রেরণার উৎস।